15 May, 2023

তোমায় যখন মনে পড়ে

তোমায় যখন মনে পড়ে 
মন টা ভীষণ ব্যথা করে 
অজান্তে, লুকিয়ে সবার থেকে 
চোখ বেয়ে দুই ফোঁটা ঝড়ে 

বুকের মাঝে ছোট্ট এই মন 
জলে ঘোলা ছবির মতন 
চেষ্টা করে খুঁজতে তোমায় 
পায়না খুঁজে…..
এটাই জীবন 



No comments:

Constant