12 October, 2016

কথা ও আমি

কিছু কথা যেন মনের কোণে ঘর করেছে।
যাবে না কোথাও ,
তারা পণ নিয়েছে।
আঁধারে, ভোরে, যখন চোখ খোলে না,
তারা ঘুম তাড়াবে,
তাই ভেবেছে।
একান্তে কিংবা অনেক ভিড়ের মাঝে
তারা হটাৎ মনে টান দেবে,
তারা তাই চেয়েছে।
কিছু কথা যেন আমার মনের চির সাথী
উঠতে,বসতে, চোখের চাওয়ায়
তারা বাসা বেঁধেছে।

No comments:

Constant